Use of Get
Get এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারঃ
১। Get ব্যবহার করে আমরা কাউকে অনুরোধ করতে পারিঃ
আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি।
Can I get you something to eat.
আমি কি একটি কলম পেতে পারি।
Can I get a pen.
২। Buy' Verb এর পরিবতে আমরা Get ব্যবহার করতে পারিঃ
আপনি কি কিনতে চান।
What do you want to get.
আমি এটি লাইব্রেরী হতে কিনেছি।
I got it from Library.
৩। Get দিয়ে বুঝতে পারা অথ বুঝায়ঃ
আমাকে ভুল বুঝনা।
Do not get me wrong.
আমি তোমাকে ভুল বুঝিনি।
I did not get you wrong.
৪। Get দিয়ে যাওয়া বা পৌঁছানো বুঝায়ঃ
আমি প্রতিদিন সকাল ১০ টায় অফিসে যাই।
I get my office 10 am everyday.
আমি এখান হতে লাইব্রেরীতে কিভাবে যেতে পারি।
How can I get library from here.
৫। কোন কিছু পাওয়া বা গ্রহন অথে আমরা Get ব্যবহার করতে পারিঃ
আমি তোমাত টাকা পেয়েছি।
I got your money.
সে একটি লটারি পেয়েছে।
She has got a lottery.
আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করেঃঃ
0 Comments