Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, use of having and being.

Use of having, use of being, using of having, using of being


Use of having and being.

ইংরেজি বাক্য তৈরিতে Having এবং Being এর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নিচে Having এবং Being এর ব্যবহার দেয়া হলোঃ

√ Having এর ব্যবহার

Note: কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে Having ব্যবহার হয়।

Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.

Structure-2: Having+ verb (past participle)+ Ext.

Example:

♪ আমার ঘুমের সমস্যা হচ্ছে।
I am having problem with sleep.

♪ আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে।
I am having problem with my Mobile.

♪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike

♪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে।
I’m having trouble verifying my account with mobile.

♪ ইংরেজি শিখিয়া আমি আমেরিকা যাব।
Having learnt English I will go to আমেরিচা.

♪ এ মাসের বেতন পেয়ে আমি একটি ল্যাপটপ  কিনব
Having got salary in this month I will buy a Laptop.


√ Being এর ব্যবহার।

Note: Being অর্থ - কিছু...হয়ে।  বাংলা বাক্যে কিছু..... হয়ে বুঝালে Being ব্যবহার করা হয়।

Structure: Being+sub+verb+ext.

♪ একজন শিক্ষক হয়ে গরিবদের সাথে তোমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি।
Being a teacher, you should not misbehave with the poor.

♪ একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়।
Being a student, you should not wast your time.

♪ একজন রাজনৈতিক নেতা হয়ে তোমার অস হওয়া উচিত নয়।
Being a political leader, you should not be dishonest.


পোস্টটি ভাল লাগলে শেয়ার এবং লাইক দিন।



Reactions

Post a Comment

0 Comments