Use of having and being.
ইংরেজি বাক্য তৈরিতে Having এবং Being এর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নিচে Having এবং Being এর ব্যবহার দেয়া হলোঃ
√ Having এর ব্যবহার
Note: কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে Having ব্যবহার হয়।
Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Structure-2: Having+ verb (past participle)+ Ext.
Example:
♪ আমার ঘুমের সমস্যা হচ্ছে।
I am having problem with sleep.
♪ আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে।
I am having problem with my Mobile.
♪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike
♪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে।
I’m having trouble verifying my account with mobile.
♪ ইংরেজি শিখিয়া আমি আমেরিকা যাব।
Having learnt English I will go to আমেরিচা.
♪ এ মাসের বেতন পেয়ে আমি একটি ল্যাপটপ কিনব
Having got salary in this month I will buy a Laptop.
√ Being এর ব্যবহার।
Note: Being অর্থ - কিছু...হয়ে। বাংলা বাক্যে কিছু..... হয়ে বুঝালে Being ব্যবহার করা হয়।
Structure: Being+sub+verb+ext.
♪ একজন শিক্ষক হয়ে গরিবদের সাথে তোমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি।
Being a teacher, you should not misbehave with the poor.
♪ একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়।
Being a student, you should not wast your time.
♪ একজন রাজনৈতিক নেতা হয়ে তোমার অস হওয়া উচিত নয়।
Being a political leader, you should not be dishonest.
পোস্টটি ভাল লাগলে শেয়ার এবং লাইক দিন।
0 Comments