daily use english sentence |
Spoken English.
দৈনন্দিন ব্যবহৃত ৩০ টি ইংরেজি বাক্য।
১। ওকে গালি দিওনা।
Don’t abuse him.
২। বুঝতে চেষ্টা কর।
Try to understand.
৩। বক বক করো না।
Don’t prattle.
৪। দেয়ালে হেলান দিওনা।
Don’t lean against the wall.
৫। ছিপি খুলে দাও।
Open the cap.
৬। কাপড়্গুলো শুকাতে দাও।
Put the clothes to dry.
৭। তুমি কি হোয়াটসাপ ব্যবহার কর।
Do you use Whatsapp.
৮। আমি তোমাকে কি করে বুঝাবো।
How do i make you understand.
৯। যা হওয়ার তা হয়ে গেছে।
Let by gones be by gones.
১০। তুমি লজ্জা পাছো কেন।
Why are you blushing.
১১। তুমি কার সাথে কথা বলছো।
Who are you taking too.
১২। তুমি কিছু বলছো না কেন?
Why don't you say something?
১৩। আমি তোমাকে চিনিনা।
I don't know you.
১৪। আমার সাথে এসো।
Come with me.
১৫। ওর দিকে তাকিওনা।
Don’t look at him.
১৬। ফালতু বকিসনা তো।
Don’t talk nonesense.
১৭। আমাকে রাগিও না।
Don’t make me angry.
১৮। জেদ করো না।
Don’t be stubborn.
১৯। ওকে বিদায় কর।
See him off.
২০। আমার সাথে পাংগা নিওনা।
Don’t mess with me.
২১। জুতা পড়ে নাও।
Put on the shoes
২২। জুতা খুলে নাও।
Take off the shoes.
২৩। ইশারা করো না।
Don’t gesture.
২৪। মামাকে খেতে দাও।
Mama serve my food.
25। আমি এটা কখনো ভুলবনা।
I will never forget this.
২৬। চুল আচড়ে নাও।
Comb your hair.
২৭। এমটা কখনো হবেনা।
This will never happen.
২৮। বাহানা করো না।
Don’t make excuses.
২৯। তুমি কি ফেসবুকে আছো।
Are you on Facebook.
৩০। চোখ নামিয়ে কথা বলো।
Keep your eyes down.
আরো ইংরেজি পোস্ট পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://bit.ly/2KFomNg
0 Comments