Use have in sentence. বাক্য গঠনে Have এর ব্যবহা।



ইংরেজিতে কথোপকথন করতে Have এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।   Have দিয়ে অনেক ধরনের বাক্য গঠন করা যায়। নিম্নে Have এর কতিপয় ব্যবহার উল্লেখ্য করা হলোঃ

১। প্রত্যাশামূলক বাক্যে Have ব্যবহার করা হয়ঃ

♪ Have a nice day : তোমার দিনটি শুভ হোক।
♪ Have a nice journey : তোমার ভ্রমন শুভ হোক।

২। Polite expression দেওয়ার সময় Have ব্যবহার হয়ঃ

♪ Have a seat: বসুন! বসুন।
♪ Have a little more: আর একটু নিন।

৩। কিছু করে দেখতে চাওয়া/চাই অথে Have ব্যবহার করা হয়ঃ

Structure: Sub+like to +have+extension.

♪ I like to have a try: আমি একটু চেষ্টা করে দেখতে চাই।
♪ I like to have talk with him: আমি তার সাথে কথা বলে দেখতে চাই।

৪। খাওয়া/পান করা অথে Have ব্যবহার করা যায়ঃ

♪ I won't have anything: আমি কিছু খাব না।
♪ Let's have a cuf of tea: চলুন এক কাপ চা খাই।

৫। মজা/আনন্দ বুঝাতে Have ব্যবহার করা হয়ঃ
Structure: I am having+extension.

♪ I am having a good time: আমি খুব ভাল সময় কাটাছি।
♪ I am having a lot of fun learning English. আমি ইংরেজিতে শিখতে অনেক মজা পাচ্ছি।




আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুনঃ








Reactions

Post a Comment

0 Comments