Use of Can and Could.
Use of can. Can এর ব্যবহার।
Note: Can মানে "পারা"। কোন একটি কাজ করতে পারে বা সামর্থ আছে তা বুঝাতে Can ব্যবহার করা হয়। আবার কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতে Can ব্যবহার করা হয়।
Example:
সামর্থ বুঝাতে (Ability):
আমি কাজ করতে পারি।
I can do the work.
করিম ভালো সাতার কাটতে পারে।
Karim can swim very well.
আমি খেলতে পারি।
I can play.
পাখিরা উড়তে পারে।
The birds can fly.
আমি ভালো ইংরেজি বলতে পারি।
I can speak English very well.
আমি গান গাইতে পারি।
I can sing a song.
জল ছাড়া আমরা বাচতে পারি না।
We can not live without Water.
তিনি ইংরেজি পড়তে পারেন।
He can read English.
অনুরোধ বা অনুমতি (Request) ঃ
আপনি কি আমকে একটি কলম দিতে পারেন?
Can you give me a pen?
তুমি কি আমাকে সাহায্য করতে পার।
Can you help me?
আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি?
Can I use your mobile?
Use of could. Could এর ব্যবহারঃ
Note: অতীতে কোন একটি কাজ করতে পারতাম বুঝাতে Could ব্যবহার করা হয়। আবার বিনীতভাবে কোন কিছু অনুরোধ করতেও Could ব্যবহার করা হয়। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে সাধারণত পারতাম বা পারতে উল্লেখ্য থাকে।
Example:
আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?
Could you please tell me the time?
থানায় যাবার রাস্তাটা আমায় বলতে পারবেন?
Could you tell me the way to the police station?
আপনার বইটি ক আমায় ধার দিতে পারবেন?
Could you lend me your book?
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?
Could you come to my house?
Could you help me with some money?
আপনি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন কি?
পোস্টটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আরো ইংরেজি বিভিন্ন নিয়ম জানতে নীচের লিংকে ক্লিক করুনঃ
https://bit.ly/2KFomNg
0 Comments