Uses of have/has and had.
Have/Has/Had এর ব্যবহার।
Note: কারো মালিকানায় বা অধিকারে আছে বুঝাতে Have/Has ব্যবহার করা হয়। (Sub Third person singular number হলে Has হবে।
♪ আমার আছে।
I have.
♪ তোমার আছে।
You have.
♪ তার আছে।
He has.
♪ আমার একটি গাড়ি আছে।
I have a Car.
♪ তাদের একটি গরু আছে।
They have a Cow.
♪ করিমের একটি সুন্দর স্কুল ব্যাগ আছে।
Karim has a nice School Bag.
♪ আমার কোন টাকা নেই।
I have no money.
♪ রহিমের কোন মামা নেই।
Rahim has no any Uncle.
♪ তোমার নেই।
You have no.
♪ তার নেই।
He has no.
Note: অতীতে কারো মালিকানায় ছিল বুঝাতে Had ব্যবহার করা হয়।
♪ আমার ছিল।
I had.
♪ তার ছিল।
He had.
♪ আমার বাবার ১০ টি গরু ছিল।
My father had ten cows.
♪ আমাদের একটা ভালো সম্পর্ক ছিল।
We had a good relationship.
♪ করিমের সুন্দর একটি গিটার ছিল।
Karim had a nice Guitar.
♪ আমার কোন গাড়ি ছিলো না।
I had no Car.
♪ তাদের মাঝে ভাল সম্পর্ক ছিল না।
They had no good relationship.
♪ তার অবস্থা ভাল ছিল না।
He had no good condition.
♪ আমার টাকা ছিল না।
I had no money.
♪ তার শার্ট ছিল না।
He had no Shirt.
পোস্টটি ভাল লাগলে কমেন্ট এবং লাইক দিন।
0 Comments