Using of How about and Feel like
ইংরেজি বাক্য তৈরিতে How about এবং Feel like এর ব্যবহার অনেক। নিচে How about এবং Feel like এর ব্যবহার দেয়া হলোঃ
√ How about= অর্থ কেমন হয়?
Structure: How about + verb (ing) + Ext.
Example:
=ইংরেজি শিখলে কেমন হয়?
How about learning English?
= আজ ঘুরতে গেলে কেমন হয়?
How about roaming around today?
=একটু গরম গরম কফি খেলে কেমন হয়?
How about having some hot coffee?
= মুভি দেখলে কেমন হয়?
How about watching movie?
= ক্রিকেট খেললে কেমন হয়?
How about playing Cricket?
√ Feel like অর্থ=ইচ্ছা করা
Structure: Subject + feel like + Verb (ing) + Ext.
Example:
=আমার খেতে ইচ্ছা করছে।
I feel like eating.
=আমার খেতে ইচ্ছা করছেনা।
I don’t feel like eating.
=আমার পাখির মত উড়তে ইচ্ছা করছে
I feel like flying like a bird.
= তোমাকে দেখে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে।
I feel like dancing in happiness to see you.
=আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে।
I feel like playing Football.
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।
0 Comments