How about এবং Feel like দিয়ে বাক্য গঠন করার নিয়ম, use of how about and feel like,


Using of How about and Feel like

ইংরেজি বাক্য তৈরিতে How about এবং Feel like এর ব্যবহার অনেক। নিচে How about এবং Feel like এর ব্যবহার দেয়া হলোঃ

√ How about= অর্থ কেমন হয়?

Structure: How about + verb (ing) + Ext.

Example:

=ইংরেজি শিখলে কেমন হয়?
How about learning English?
= আজ ঘুরতে গেলে কেমন হয়?
How about roaming around today?
=একটু গরম গরম কফি খেলে কেমন হয়?
How about having some hot coffee?
= মুভি দেখলে কেমন হয়?
How about watching movie?
= ক্রিকেট খেললে কেমন হয়?
How about playing Cricket?


 √ Feel like অর্থ=ইচ্ছা করা

Structure: Subject + feel like + Verb (ing) + Ext.

Example:

=আমার খেতে ইচ্ছা করছে।
 I feel like eating.
=আমার খেতে ইচ্ছা করছেনা।
 I don’t feel like eating.
=আমার পাখির মত উড়তে ইচ্ছা করছে
I feel like flying like a bird.
= তোমাকে দেখে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে।
I feel like dancing in happiness to see you.
=আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে।
I feel like playing Football.

পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।


Reactions

Post a Comment

0 Comments