Use of may, use of might |
Use of may and might:
May এবং might এর ব্যবহারঃ
Note: May এবং Might এর পর verb এর base form বসে। may এর past form হলো might. কিন্তু might past form হলেও শুধুমাত্র অতীত কালের জন্য ব্যবহৃত হয়না।
১। posibility (সম্ভাবনা)ঃ
May এবং Might উভয়ই Present এবং Future tense এর জন্য ব্যবহৃত হয়ঃ
♪ He may come here.
সে সম্ভবত এখানে আসবে।
♪ He might tell me the matter.
সে সম্ভবত বিষয়টি আমাকে বলবে।
♪ Karim might leave the office.
করিম সম্ভবত অফিস ত্যাগ করবে।
♪ This might be your mobile.
এটি সম্ভবত তোমার মোবাইল
♪ It may rain today.
আজ বৃষ্টি হতে পারে।
Note: present এবং Past এ অনুমান বুঝাতেও may এবং might ব্যবহৃত হয়। সাধারণত ক্ষেত্রে স্থান এবং সময় উল্লেখ্য থাকবে।
Structure: Sub+may/might+be+মুল verb (main verb) এর সাথে ing+ext:
♪ They may/might be playing.
তারা সম্ভবত খেলছে।
♪ Karim may/might be waiting at the market.
করিম সম্ভবত তোমার জন্য মার্কেটে অপেক্ষা করছে।
♪ He may/might have gone.
সম্ভবত সে গিয়েছে।
২। Permission (অনুমতি)ঃ
এক্ষেত্রে present এবং future এর সকল person এর সাথে may ব্যবহৃত হয়।
♪ May I come in?
আমি কি আসতে পারি।
♪ You may go.
তুমি যেতে পার।
♪ May I take your pen?
আমি তোমার কলমটি নিতে পারি?
♪ You may leave the room.
তুমি ঘর ত্যাগ করতে পার।
♪ You may borrow my books.
তুমি আমার বই ধার নিতে পার।
৩। Purpose (উদ্দেশ্য ) বুঝাতেঃ
♪ He work hard so that he may/might prosper his life.
সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে।
৪। Wish and hope (আশা এবং আকাংখা) বুঝাতেঃ
♪ May bangladesh live long.
বাংলাদেশ দীর্ঘ জীবি হোক।
♪ May allah help you.
আল্লাহ তোমার সহায়ক হোক।
0 Comments