আজকের আলোচনায় আমরা What if এর ব্যবহার শিখবো। What if দিয়ে Interrogative form এবং Negative form দুই ভাবেই বাক্য গঠন করা যায়। নিম্নে Interrogative form এবং Negative form দুইভাবেই আলোচনা করা হলোঃ
© Interrogative form:
Note: What if অর্থ - কি হতো যদি.......। বাংলা বাক্যে কি হতো যদি...উল্লেখ থাকে তাহলে What if দিয়ে বাক্য গঠন করতে হয়।
Structure: What if+Sub+verb+ext:
Example: (Interrogative form).
♪ What if I miss the bus?
কি হতো যদি আমি বাসটি মিস করতাম?
♪ What if someone saw me?
কি হতো যদি কেউ আমায় দেখে ফেলত?
♪ What if it rains while we are traveling?
কি হতো যদি আমাদের ভ্রমণের সময় বৃদ্ধি হতো?
♪ What if I called her tomorrow?
কি হতো যদি আমি তাকে আগামীকাল ডাকতাম?
♪ What if he come?
কি হতো যদি সে আসতো?
© Negative form.
Note: What if অর্থ - কি হতো যদি না হতো.......। বাংলা বাক্যে কি হতো যদি না হতো...উল্লেখ থাকে তাহলে What if দিয়ে বাক্য গঠন করতে হয়।
Structure : What if + sub+don't/didn’t+verb+ext:
Example:
♪ What if I didn’t complete the task?
কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?
♪ What if he didn't come here?
কি হতো যদি সে না আসতো?
♪ What if I didn’t understand the problem?
কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
♪ What if I don't finish on time?
কি হতো যদি আমি সময়মত শেষ না করতাম?
♪ What if I didn’t learn the computer?
কি হতো যদি আমি কম্পিউটারটি না শিখতাম।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।
আরো ভালো ভালো পোস্ট পেতে নীচের লিংকে ক্লিক করুনঃ
https://bit.ly/2KFomNg
আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুনঃঃ
0 Comments