Number কাকে বলে? Number কত প্রকার ও কি কি?

 


Number কাকে বলে? Number  কত প্রকার ও  কি কি?



Number এর সংজ্ঞাঃ যে Noun বা  Pronoun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমান বুঝায় তাকে Number বলে ।

অন্যভাবে বলা যায় যে, Number বা বচন শব্দটি noun বা pronoun-কে বোঝায় এবং ব্যক্ত করে যে noun/ pronounটি সংখ্যায় এক না একাধিক।

Number এর প্রকারভেদঃ Number সাধারনত দুই প্রকার। যথা –

1. Singular number
2. Plural number

 1. Singular Number:  Singular Number বা একবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় এক।

Example:

Pen (কলম)
Lion (সিংহ)

2. Plural Number: Plural Number বা বহুবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় একাধিক।

Example:

Books, Brothers, Cows, Trees

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule-1:

সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়:

Singular - Plural

Cow  - cows
Boy - Boys
Girl - Girls
Cat - Cats
House - Houses
Hand - Hands
Eye - Eyes
Tiger - Tigers
Desk - Desks

Rule -2:


Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের chএর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।

Singular - Plural

Bus - Buses
Class - Classes
Brush - Brushes
Bush - Bushes
Box - Boxes
Brunch - Brunches
Inch - Inches
Watch - Watches
Match - matches

Note: Singular Noun এর  শেষের ‘ch’এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –

Singular - Plural

Stomach - Stomachs
Patriarch - Patriarchs
Monarch - Monarchs


Rule -3:

Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন

Singular - Plural

Mango - Mangoes
Potato - Potatoes
Hero - Heroes
Negro - Negroes
Cargo - Cargoes
Volcano - Volcanoes
Buffalo - Buffaloes


Note: কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।

Singular - Plural

Photo - Photos
Solo - Solos
Piano - Pianos
Canto - Cantos

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule-4: 

Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Radio - Radios
Cuckoo - Cuckoos
Stereo - Stereos
Bamboo - Bamboos
Studio - Studios

Rule-5: 

Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।

Singular - Plural

City - Cities
Baby - Babies
Army - Armies
Body - Bodies
Hobby - Hobbies
Lady - Ladies


Note: কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়।

Singular - Plural

Key - Keys
Donkey - Donkeys
Monkey - Monkeys
Boy - Boys
Toy - Toys
Day - Days

Rule-6:

f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।

Singular - Plural

Calf - Calves
Leaf - Leaves
Wife - Wives
Thief - Thieves
Life - Lives


আপনি কি অনলাইনে ইনকাম করতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন 



Reactions

Post a Comment

0 Comments