Syllable কি? Syllable কত প্রকার ও কি কি?

 

Syllable কি? Syllable কত প্রকার ও কি কি?



Syllable ( শব্দংশ ) : একটি Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি  Syllable বা শব্দংশ বলে ।


যেমন : 


Farmer = Far+mer .  Mother = Mo + ther . River = Ri + ver . Doctor = Doc + tor .


Syllable এর প্রকারভেদ : Syllable চার প্রকার ।


1. Monosyllable.

2. Di syllable.

3. Trisyllable.

4. Polysyllable.

1. Monosyllable : যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Monosyllable বলে ।

যেমন :

Cat, Rat, Bat, Cup, Pot, Mat, Pen, Dog, Top ইত্যাদি ।


2. Di syllable :  যে Word এ দুইটি syllable থাকে তাকে  Disyllable বলে ।


যেমন : 

Mother = Mo + ther


Baby = Ba + by

Doctor = Doc + tor

Brother = Bro + ther 


3. Trisyllable : যে Word এ তিনটি syllable থাকে তাকে Trisyllable বলে ।


যেমন : 

Saturday = Sa + tur + day  

Yesterday = Yes + ter + day

Beautiful = Beau + ti + ful

Umbrella = Um + bre + lla

Company = Com + pa + ny


4. Polysyllable :  যে Word এ তিনটির বেশী syllable থাকে তাকে Polysyllable বলে ।

 যেমন : 

Examination = Exa + mi + na + tion


Reciprocal = Re + cip + ro + cal

Comparative = Com + pa + ra + tive

University = U + ni + ver + sity

Satisfaction = Sa + tis + fac + tion  

Reactions

Post a Comment

0 Comments