Preposition কি, Preposition এর নিয়মাবলী, rules of preposition

Preposition 


What is Preposition.

Definition বা সংজ্ঞাঃ  Pre শব্দের অর্থ পূর্বে  এবং position শব্দের অর্থ অবস্থান  । সুতরাং Preposition হল এমন শব্দ যা কোন Noun, pronoun, Noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।

Example:

I go to School.

এখানে to শব্দটি go এবং School এর মধ্যে সম্পর্ক তৈরি করে করেছে।

Classes of Preposition:

preposition কে উহার গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা যায়ঃ

1. Simple Preposition: সাধারণত  একটি  word দ্বারা simple preposition গঠিত হয়ঃ
যেমনঃ At, on, by, for, from, with.

2. Double Preposition: যখন দুইটি simple preposition একত্র হয়ে একটি  preposition এর মত ব্যবহৃত হয় তখন Double preposition বলে।
যেমনঃ into (in+to), within (with+in)

3. Compound Preposition: Noun বা Adjective বা Adverb এর পূর্বে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তাকে Compound preposition বলে।
 যেমনঃ across (on+cross), about (on+by+out) before (by+fore).

4. Phrase Preposition: যদি দুই বা ততোধিক preposition একত্র হয়ে একটি একক preposition রুপে ব্যবহৃত হয় তখন তাকে Phrase preposition বলে।
যেমনঃ on account of, by dint of, in front of.

5. Participle Preposition: Present participle বা past Participle যদি Preposition এর মত ব্যবহৃত হয় তখন তাকে Participle preposition বলে।
যেমনঃ He saw the people walking past him.
According, assuming, regarding, speaking.

6. Disguised Preposition: কোন কোন ক্ষেত্রে on, at, of, per (preposition) এর পরিবর্তে a বা o ব্যবহৃত হয়। এরুপ a বা o কে Disguised preposition বলে।
যেমনঃ It is six o clock (o-of), He went a hunting (on), He comes here thrice a week.

General Rules বা সাধারণ নিয়মাবলীঃ

১।     ২৪ ঘন্টার বড় সময় (দিন, সপ্তাহ, মাস, বছর, সাল,) ইত্যাদির পূর্বে in বসে।

 Example:  in 1980, in February etc.)

২।    ২৪ ঘন্টার ছোট সময় (সকাল, দুপুর, বিকাল, সন্ধা, রাত, ঘড়ির সময়) ইত্যাদির পূর্বে at বসে।

Note: সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে the থাকলে তার পূর্বে in বসে।

Example:  in the morning, in the evening)

৩।    দিবস, তারিখ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।

Example: on Monday,  on 12 Feb.

৪।    বড় স্থান/জায়গার পূর্বে in ও ছোট স্থান/জায়গার পূর্বে at বসে।

Example:  I live in Bangladesh at Khulna.)

৫।     Perfect continuous tense এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে for এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since বসে।

৬।    কোন কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে on বসে।

৭।    শূণ্যস্থানের পরের শব্দ verb এর present (base from) হলে শূণ্যস্থানে to বসে।

Please share this post by clicking social icons below.




Reactions

Post a Comment

0 Comments