Verb (ক্রিয়া)
What is the verb? How many kinds of verb?
ইংরেজি 'Verb' শব্দটি Latin শব্দ 'verbum' থেকে এসেছে। Verbum এর অর্থ হলো 'শব্দ'। ইংরেজি বাক্যে verb এর গুরুত্বপূর্ণ অপরিসীম। বলা যেতে পারে, verb ছাড়া ইংরেজি বাক্য গঠন করা যায় না। তাই, verb কে living word বলা হয়।
Definition বা সংজ্ঞাঃ যে সকল শব্দ দিয়ে কোন ব্যক্তি বা বস্তুর কোন কিছু করা বা হওয়া বুঝায় তাকে verb বলে। অর্থাৎ, যেসব শব্দ দিয়ে কোন কাজ করা বুঝায় তাদেরকে verb বলে।
Kinds of Verb: Verb কে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে। যেমন-
1. Finite verb (সমাপিকা ক্রয়া)।
2. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)
1. Finite verb (সমাপিকা ক্রিয়া): Sentence এ ব্যবহৃত যে verb দিয়ে বক্তার মনোভাব সম্পুর্ণভাবে প্রকাশিত হয় অথবা sentence এর অর্থ সম্পুর্ণভাবে প্রকাশ পায় তাকে Finite verb বলে।
A finite verb complete the sense or meaning of the sentence.
Example:
♪ Murad works as a portion in a railway station.
♪ Karim and Rahim live at Children's Home.
উপরের বাক্য দুটিতে work ও live verb দুটি দিয়ে বাক্যের অর্থ সসম্পুর্ণরুপে প্রকাশ পেয়েছে। কাজেই বাক্য দুটিতে ব্যবহৃত work ও live দুটি হলো finite verb.
2. Non-finite (অসমাপিকা ক্রিয়া): যেসব verb দিয়ে বাক্যে বক্তার বক্তব্য অসম্পুর্ণ থাকে বা শেষ হয় না বা সম্পুর্ণরুপে প্রকাশ পায় না তাদেরকে Non-finite verb বলে।
Example:
♪ I want to play Football.
♪ They like to go now.
♪ Rahim promises to love the girl.
উপরের বাক্যগুলোতে want, like, promises যথাক্রমে I, they, Rahim subject গুলোর ক্রিয়া সম্পন্ন করেছে। অপরদিকে to play, to go, to love দিয়ে subject গুলোর অর্থ সম্পুর্ণ করে নাই। তাই to play, to go, to love হলো এখানে non-finite verb.
0 Comments