what is introductory it, introductory it কাকে বলে এবং এর ব্যবহার

             
introductory it,introductory there,it,how to use it,use of it,introductory,indroductory it,use of introductory it,introductory it & there,advance introductory it,introductory it and there,introductory it in bangla,use of introductory there in bangla,use of introductory it and there,sentences using introductory it,how to use it in a sentence,use of introductory it


What is introductory it.

Definition : Introductory শব্দের বাংলা অর্থ সূচনামুলক। It যখন Sentence শুরু করার জন্য বসে তখন তাকে Introductory "It" বলে।

√ নিম্নে It এর ব্যবহার আলোচনা করা হলোঃ

1. Subject কে introduce করতে it বসে।

Example:

♪ It was a nice picture. (means the picture is nice)
উপরের sentence এর subject picture কে introduce করতে it বসেছে।

♪ It is a good idea to walk in the morning. (means: walking in the morning is a good idea)

♪ It took me an hour to reach my school. (means: to reach my school I needed an hour)

2. পুর্বে উল্লেখিত subject নির্দেশ করতে It ব্যবহৃত হয়।

Example:

♪ I forgot to give him to my address.       It was a mistake. (means: nor giving him my address was a mistake.

এখানে It উপরের sentence এর subject my address কে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে।

♪ We ate pizza last night. It was delicious. (means: the pizza was delicious)

3. জড় পদার্থ, ছোট শিশু এবং ইতর বা নিম্ন শ্রেনীর প্রানী পরিবর্তে It বসে।

Example:

♪ Yesterday he bought a pen.
It was costly.

♪ The cat was looking very weak.
It had not eaten for two days.

♪ I saw a child.
It was crying.

4. পুর্বের বক্তব্যকে পরে উল্লেখ করতে এবং পরের বক্তব্যের পুর্বাভাস দিতে It ব্যবহৃত হয়।

Example:

♪ It is false that he is a thief.
♪ It is a matter of great regret that his father is no more.

5. পরবর্তী কোন noun or pronoun এর উপর জোর (emphasis)  দিতে It ব্যবহৃত  হয়। এক্ষেত্রে  It যে কোন number, gender ও person এর পরিবর্তে বসে।

Example:

♪ It is you who have broken my glass.
♪It is the pen which I want.

6. Impersonal verb এর সাথে অনির্দিষ্ট subject হিসেবে It বসে।

♪ It seems he is poor.
♪ It appears to me that you are interested in the matter.

7. ঋতু বা আহাওয়া ইত্যাদি বুঝাতে verb এর অনির্দিষ্ট subject হিসেবে It ব্যবহৃত হয়।

Example:

♪ It is winter.
♪ It rained heavily yesterday.

8. সময় বা দুরুত বুঝাতে verb এর অনির্দিষ্ট subject হিসেবে It ব্যবহৃত হয়।

Example:

♪ It is now 10 pm.
♪ It is time to go bed.







Reactions

Post a Comment

0 Comments